যেমন,
Janey is a
beautiful (pre-modify the noun) girl.
এখানে girl শব্দটি
noun তাই girl সম্পর্কে বলা হয়েছে beautiful . এখানে beautiful শব্দটি modifier .
Classification of Modifier :
*Pre-modifier (Pre= পূর্বে)
*Most-modifier (Post= পরে)
Bangladesh is a –
(Pre-modify the noun) country.
Bangladesh is a small country.
এটা হচ্চে pre-modify এর উদাহরণ ।
The drive –(post
modify the verb)
They drive carefully.
এটা হচ্ছে
post-modify এর উদাহরণ ।
অন্য পোস্ট: Narration সম্পর্কে জানতে হলে
https://www.patwaryacademy.com/2021/12/pronoun-bcs-bank-sentence-clause.html
Modifier: সম্পর্কে জানতে হবে।
Modify করতে বললে
লিখতে হবে ।
Noun Adjective
Verb Adverb
Basic:
1.Noun
2.Pronoun
2.Adjective
3.Adverb
4.Peritiple
5.Gerund
6.Phrase
7.Infinitive
8.Determiner
9.Intensifer/quantifier
10.Appositive
11.Article
12.Demonstrative
13.Clause
Gerund ও infinitive সব সময়
noun হবে ।
So – (use a gerund) food safety is a must
today. (Rajshahi Board= 2019)
এখানে সঠিক উওর হবে taking/giving/confirming, সাধারণত
v1+ing (verb এর present form এর সাথে ing যুক্ত হলে তাকে gerund বলে ) হলে gerund
হবে । অর্থাৎ take/give/confirm এইগুলোর সাথে ing যুক্ত হয়ে gerund হয়েছে ।
# Infinitive মানে হচ্ছে: To +
Verb. অর্থাৎ Infinitive হলো এমন একটি Verb এর প্রকার যেখানে Base Form এর পূর্বে To বসে। যেমন :
We use language – (use an infinitive) what we feel and to say what we
like or dislike. (Chattogram Board=2019)
এখানে সঠিক উত্তর হবে to understand/ to express যে কোনে একটি ব্যবহার
করা যাবে to+ understand, to+ express হলো base form এইগুলোর পূর্বে to বসেছে সুতরাং to understand এবং to express হলো infinitive.
##Pronoun
## Personal
Pronoun:
Classification of Personal:
*Subjective
*Objective
*Possessive
Subjective |
Objective |
Possessive |
I |
Me |
My/mine |
We |
Us |
Our/ours |
You |
You |
Your/yours |
He |
Him |
His |
She |
Her |
Her/hers |
They |
Them |
Their |
It |
It |
its |
# Modify করার ক্ষেত্রে Personal pronoun এর possessive form ব্যবহৃত হয় ।
# possessive form সব সময় subjective form অনুসারে হবে । যেমন But they do not think about –(use a possessive to pre-modify the noun) health. ( Rajshahi Board= 2019)
এখানে
subject হলো they তাই they এর possessive
form their হবে ।
Even they
themselves are not conscious of – (use a possessive) own lives. (Barishal
Board=2019)
এখানে subjective
form হলো They আর possessive form হলো
their.
Adjective:
যাহা noun অথবা pronoun কে modify করে তাকে
adjective বলে । যেমন, Bangladesh is a
–(pre-modify the noun) country.
এখানে country শব্দটি
noun তার পূর্বে adjective বসবে তাই poor শব্দটি adjective.
Adjective গুলো চিনার উপায়:
# দুটি NOUN পাশাপাশি বসলে প্রথমটি Adjective হয়ে যায়
,(adjective noun বলা হয়). যেমন।
Every student has
a library-(noun-adjective).(Sylhet Board=2019)
এখানে উত্তর হবে
library card. এখানে library ও card শব্দ দুটি noun নিয়মানুসারে প্রথম শব্দটি adjective-noun.
# Gerund এর পর noun হলে gerund টি adjective হয়ে যায় ।
Crying baby makes
harsh sound.
এখানে crying শব্দটি
gerund আর baby শব্দটি noun সূতরাং crying শব্দটি adjective.
Verb:
Transitive:
যে verb এর Object থাকে
তাকে Transitive verb বলে । যেমন, I drive the car carefully. এখানে car শব্দটি
Object তাই drive শব্দটি transitive verb
(Remember: verb কে ‘কি, কাকে’ দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া
যায় তাকে Object বলে ।)
Intransitive verb:
যে verb এর object থাকে না তাকে
intransitive verb বলে ।
She goes to Sidney
এখানে কোন verb নেই
তাই go শব্দটি intransitive verb.
Adverb:
V কখন
E কিভাবে
R কোথায়
B কেমন
কেন
দিয়ে প্রশ্ন করে যে
উত্তর পাওয়া যায তাকে adverb বলে ।
Maria Elena speaks
Spanish at the stage.
She went to French
yesterday
She feels well.
উদাহরণগুলোতে stage, French ও well হলো adverb
প্রথমটিতে কোথায়, দ্বিতীয়তে
কখন ও তৃতীয়টিতে কিভাবে দিযে প্রশ্ন করে adverb পাওয়া যাবে ।
People –(pre-modify the verb with an adverb) depend on
agriculture. (Dinajpur Board=2019)
এখানে সঠিক উত্তর হবে
large/mostly বসবে যেটি how দিয়ে প্রশ্ন করলে এর উত্তর পাওয়া যাবে ।
Our industries are also rising –(post modify the verb
with an adverb). (Dinajpur Board=2019)
এখানে ও সঠিক উত্তর হবে day by day যেটি how দিয়ে প্রশ্ন
করে উত্তর পাওয়া যাবে ।
Participle :
Participle যেটা একই সাথে verb ও adjective এর কাজ করে। I
am reading a book.
এখানে "reading"
শব্দটা একই সাথে পড়া ও পড়তে পারা (verb) একটি গুন (adjective) উভয়েই বোঝাচ্ছে। সুতারাং reading হলো participle.
Classification of participle:
1.Present participle
2.Past participle
3.Perfec participle
উল্লেখ্য যে: যদি প্রশ্নে participle উল্লেখ খাকে তাহলে
present participle ও past participle অবস্থায়ানুযায়ী যে কোন একটি ব্যবহার করা যাবে । যেমন : The students – (use a participle) to all
classes visit it in their library periods .( Sylhet Board=2019)
এই উদাহরণে বলা হয়েছে
participle ব্যবহার করতে কিন্তু উল্লেখ করা হয়নি present ও past participle ব্যবহার
করতে বলা হয়েছে use a participle তাই সঠিক উত্তর
হবে including/ taking/taken .
The other room is the – (use a participle to modify
the noun) room where magazines, journals and newspapers are placed.
এখানে উত্তর হবে reading
(present participle, ( v+) ব্যবহৃত হয়েছে ।
Present Participle: সাধারণত
verb+ ing যুক্ত হবে ।
যেমন : Dancing is a good
exercise.
We also contaminated
water-(post modify the verb)
Past
Participle: সাধারণভাবে আমরা যাকে verb-এর তিন নম্বর রুপ বলে জানি, যেমন, done, gone, taken প্রভৃতি।
- (pre-modify the verb the noun with a past participle)
water. (Jashore Board=2019
এখানে
সঠিক উত্তর হবে Polluted যাহা pollute এর past
participle form
(Perfect Participle: "Having + past participle" যখন থাকে তখন তাকে Perfect Participle বলে।
যাহা HSC পরীক্ষায় আসে
না ।)
Gerund:
Sentence-এ verb-এর subject রূপে Gerund
ব্যবহৃত হয়।
যেমন—
Swimming is a good exercise.
Infinitive মানে হচ্ছে: To + Verb. অর্থাৎ Infinitive
হলো এমন একটি Verb এর প্রকার যেখানে Base Form এর পূর্বে To বসে। যেমন:
We use language – (use an infinitive) what we
feel and to say what we like or dislike. (Cartogram Board=2019)
এখানে সঠিক উত্তর হবে to understand/ to express যে
কোনে একটি ব্যবহার করা যাবে to+ understand, to+ express যেখানে to understand ও
express হলো base form সুতরাং infinitive হয়েছে
Determiner:
সব Word Noun এর আগে বসে সেই Noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ, চিহ্নিত বা পরিচয় নির্দেশ করে তাকে Determiner বলে।
মনে রাখবেন determiner সর্বদা noun এর আগে বসে এবং সেই noun টিকে নির্দিষ্ট করে কিছু তথ্য দেয়।
Classification of Determination:
Determiner গুলোকে কতগুলো শ্রেণিতে ভাগ করা যায়, যথা:
১. Article: A, An, The.
2. Demonstratives: This, That, These, Those, etc.
3. Possessive: My, Our, Your, His, Her, Its, Their, etc.
4. Quantifiers: All, Few, a few, a bit, a number of, plenty of, lots of,
Little, Many, Much, Any, Both, Every, Each, Either, Neither, no, none, Some,
etc.
#Demonstrative pronoun:
|
নিকটবর্তী |
দূরবর্তী |
Singular |
This |
That |
Plural |
These |
Those |
এটা মনে রাখতে হবে sentence
এর মধ্যে নিকটবর্তী This/that থাকলে blank এর মধ্যে modify করার জন্য these/those ব্যবহার
করা যাবে ।
যেমন: - (use a determiner to pre-modify the noun
phrase) dishonest businessmen use. (Rajshahi Board=2019)
এখানে businessmen যেহেতু
plural তাই These plural determiner হবে।
-(use
demonstrative to pre-modify the noun) substance is found in the water of the
tube well. (Dhaka Board=2019
এখানে
substance যেহেতু singular তাই demonstrative pronoun singular form this হবে।
তবে countable: (যাহা
সংখ্যার মাধ্যমে গণনা করা হয়) হলে few, a few অবস্থানুসারে ব্যবহৃত হবে ।
Uncountable: ( যাহা পরিমাপের
মাধ্যমে গণনা করা হয়) হলে little, a little ব্যবহৃত হবে ।
আর very শব্দটি countable ও
uncountable উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে ।
যেমন :