Special Uses of Some Words and Phrases For // HSC Examinees // Words and Phrases এর বাংলা বিস্তারিত আলোচনা ।

Words/phrases


   Words and Phrases সম্পর্কে  বাংলায় বিস্তারিত আলোচনা ।



Other Post https://www.patwaryacademy.com/2023/06/completing-sentence-completing-sentence.html

নিচের শব্দগুলো Words and Phrases হিসেবে ব্যবহৃত হয়:

(Was born, have to/has to, would rather, had better, let alone, as soon as, what’s …like, what does…like, introductory ‘there’ or ‘it’ no sooner had, lest, if, would you mind, ) 


** Was born: এর ব্যবহার:

# জন্মসাল, জন্মস্থান ও পরিবারের কথা উল্লেখ থাকলে blank এর মধ্যে was born বসবে যেমন,

· Kazi Nazrul Islam – in an impoverished family. He had to earn even when he was a small boy. (Dinajpur Board=2017


Let alone এর ব্যবহার:

· Blank এর পূর্বে ছোট  ও পরে বড় অর্থ প্রকাশ করে তখন Blank এর মধ্যে let alone বসবে ।·  অথবা, blank এর পূর্বে ও পরে যদি সমজাতীয় অর্থ প্রকাশ করে তাহলে ও blank এর মধ্যে ও let alone বসবে।

The economical condition of Robi is very poor. He can not afford one meal per day- square meal. (Dinajpur Board= 2017)

( Robi যেখানে এক বেলা ভাত খেতে পারে না সেখানে আবার ভাল খাবার, তাই এখানে let alone বসবে)

I met him ten years ago. I can hardly recall his name-his address. (Barisal Board=2017)

আমি তার সাথে দশ বছর পূর্বে দেখা করেছিলাম, আমি তার নাম কদাচিৎ পড়ে আবার ঠিকানা, তাই এখানে blank এর মধ্যে let alone বসবে ।)



#would rather এর ব্যবহার:

 Sentence এর মধ্যে যদি than থাকে এর পরে যদি sub না  থাকে  তাহলে blank এর মধ্যে would rather বসবে । আর যদি subject থাকে তাহলে no sooner had বসবে । যেমন, You – build your own house than live in a rented house. House rent has increased much now-a-days.( Barisal Board=2017)

( এখানে than শব্দটির পরে subject নেই, তাই blank এর মধ্যে would rather বসবে)

 The students were loitering in the corridor. – they seen the teacher than they entered the classroom.

(এখানে than শব্দটির পরে subject রয়েছে তাই blank এর মধ্যে no sooner had বসবে)


 # What does…look like…/ What’s…like  এর ব্যবহার:

Sentence এর মধ্যে যদি দুটি Blank থাকে এবং  ‍Sentence শেষ  “?” থাকে তাহলে Blank এর মধ্যে What does…look like… বসবে । যেমন: Rana: Hi, Robi…a pea-cock…..?


Had better এর ব্যবহার:

Blank এর পরে যদি present form হয় এবং ভাল হওয়া অর্থ প্রকাশ করে তাহলে Blank এর মধ্যে had better বসবে

You – consult with  a doctor .The condition of your health may detrerious.  ( Barisal Board=2017)

(এখানে Blank এর পরে present form রয়েছে, Doctor  এর সাথে পরামর্শ করা ভাল হবে অর্থ প্রকাশ করতেছে তাই Blank এর  মধ্যে had better বসবে) 


It/ there  এর ব্যবহার:

·  Blank এর পরে যদি present form হয় এবং auxiliary verb এর singular form (is, has, was, had, will)  হয় তাহলে Blank এর মধ্যে it বসবে ।  যেমন: … is a good idea to walk in the morning. One can take it as an important form of physical exercise, because it refreshes both the body and mind. (Dinajpur Board=2017)

এখানে Blank এর পরে auxiliary verb is হয়েছে যেটি singular form সুতরাং Blank এর মধ্যে it বসবে) 

 

 As soon as  এর ব্যবহার: 

Blank এর পূর্বে ও পরে যদি past tense হয়

                       অথবা

Blank এর পূর্বে ও পরে যদি সমজাতীয় tense হয় তাহলে blank এর মধ্যে as soon as বসবে। যেমন: Time is very important in our life. You cannot prosper in life….you make proper use of time. (Cumilla Board=2017)(এখানে blank এর পূর্বে ও পরে একই tense হয়েছে তাই blank এর মধ্যে As soon as বসবে।)


 Had better এর ব্যবহার:

                              Blank এর পরে present form এবং ভাল হওয়া অর্থ প্রকাশ করলে blank এর মধ্যে had better বসবে। He is sick. He - console with a doctor. (এখানে বলা হচেছ যে, সে অসুস্থ তাই তাকে ডাক্তারের সাথে পরামর্শ করা ভাল হবে তাই blank এর মধ্যে had better বসবে।

              

 অন্য পোস্ট: Narration সম্পর্কে https://www.patwaryacademy.com/2023/08/narrationspeech.html

Previous Post Next Post