Completing Sentence - এর বিস্তারিত আলোচনা
Rule: 01
Don’t mind, would you mind, be better of
, with a view to, look forward to থাকলে v1+ing+ext হবে।
Florence Nightingale
wanted to be a nurse with a view to-serving the helpless people এখানে serve হলো v1 আর
এটার সাথে ing ও extension হিসেবে the helpless people বসেছে।(Mymensingh Board-2022)
Rule: 02
When এর ব্যবহার:
১ম অংশ ২য় অংশ
Present
indefinite Future indefinite/ Past indefinite
Sub+v1+ext sub+ shall/will+v1+extion, sub+v2+ext
Past
Indefinite Past
Perfect
Sub+v2+ext Sub+had+v3+ext
We are a free
nation now. 1971 is the year when we
became a free nation
( এখানে
প্রথম অংশ present indefinite হয়েছে আর নিয়ম
অনুসারে দ্বিতীয় অংশ Past indefinite হয়েছে।দ্বিতীয়াংশে sub হিসেবে we আর verb এর
past form হিসেবে became হয়েছে আর extension হিসেবে a free nation বসেছে)
Rule:03
Had+V3 এর ব্যবহার:
১ম অংশ ২য় অংশ
Had+sub+v3+ext, sub+ would/could+v1+ext
I don’t have
enough money. Had I been a rich man, I
would have fulfilled my hobbies
এখানে দ্বিতীয়াংশে
নিয়ম অনুসারে প্রথমে subject বসেছে I,
would have আর verb3 হয়েছে fulfilled এবং extension হয়েছে my hobbies)
Rule: 04
Lest এর ব্যবহার:
Sub+should+v1+ext
Note: should এর পর verb টি বিপরীত অর্থবোধক
হবে।
My final
examination is going on. I studied hard
lest I should fail in the examination.
(এখানে বলা হচ্ছে পরিক্ষা অতি নিকটে তাই খুব
পড়াশোনা করতে হবে অন্যথায় পরিক্ষায় ফেল করবে।)
Rule: 05
That এর ব্যবহার:
১ম অংশ ২য় অংশ
Present
Indefinite Past
Indefinite
Sub+v1+ext sub+v2+ext
Past
Indefinite
Past Perfect
Sub+had+v3+ext
Development of a
country depends on active participation of every citizen. Bangladesh expects
that-every citizen participated actively in its development. (Dinajpur Board= 2022)
(এখানে প্রথম অংশে
Present indefinite হয়েছে আর দ্বিতীয় অংশে Past indefinite হয়েছে ।
Other Post https://www.patwaryacademy.com/2023/09/unite-12-lesson-3-civic-engagement-for.html
Rule: 06
Or এর ব্যবহার:
দ্বিতীয় অংশ negative অর্থবোধক হবে।
Her son died in
accident. She was so grief-stricken that she even could not cry. She had to
cry, or-she would fall sick. (Dinajpur
Board= 2022)
(এখানে প্রথম অংশ
হ্যাঁ বাচক হয়েছে আর দ্বিতীয় অংশ
negative হয়েছে তথা অসুস্থ হওয়া যেটি negative হয়েছে)
Rule: 07
As if (যেন) /As though (যদিও) এর ব্যবহার:
১ম অংশ ২য় অংশ
Present
Indefinite Past
Indefinite
Sub+v1+ext sub+v2+ext
Past
Indefinite
Past Perfect
Sub+had+v3+ext
Sabbir khan is a
quack. He behaves as though-he was an expert doctor. (Jashore Board=2022)
এখানে প্রথম অংশ present indefinite হয়েছে
আর দ্বিতীয় অংশটি past indefinite হয়েছে )
Rule: 08
Preposition (in, on, at, by, with, for,
from, above, under, behind, before ও after) এর পরে v1+ing+extension হবে ।
I found a box in
the room. The box was too heavy for-carrying to me. (Jashore Board-2022)
(এখানে for শব্দটি
preposition আর carry শব্দটি verb নিয়মানুসারে ing যুক্ত হয়েছে তাই carrying হয়েছে।)
Rule: 09
It is time ও it is high time এর ব্যবহার:
এর পরে past
indefinite (subject+v2+ext) হবে ।
Corruption is an
obscure to our national development. It is high time-we took step against it.
এখানে it is high time এর পরে past
indefinite হবে। এখানে subject হয়েছে we আর take এর past form হল took তাই নিয়মানুসারে
past indefinite হয়েছে ।
Rule: 10
Unless এর ব্যবহার:
এর পরের অংশ negative অর্থবোধক হবে।
But all sorts of
attempts to solve food problem will fail unless-proper steps will be taken against
food adulteration.
(এখানে লক্ষ করলে দেখা যাবে দ্বিতীয় অংশ
negative হয়েছে।)
Rule: 11
Subject +wish
এর ব্যবহার: Subject + were+ ext.
Birds fly in the
sky. I wish I- were a bird (Combined Board, Kha Set=2018)
(এখানে wish এর পরে
subject বসেছে আর নিয়ম অনুযায়ী were আর
extension হিসেবে a bird বসেছে।)
Rule: 12
Since এর ব্যবহার:
১ম অংশ
২য় অংশ
Present
Indefinite Past
Indefinite
Sub+v1+ext sub+v2+ext
Past Indefinite Past Perfect
Sub+had+v3+ext
Rule: 13
(Modal Verb= ( Can, could, may, might, shall, should, will, would, must, ought to, need, dare, used to) এর ব্যবহার:
1. এর পরে be অথবা have না থাকলে main verb টি present form(subject+v1+extenstion) হবে।
2. এর পরে be অথবা have থাকলে main verb টি past participle form হবে।Man is a social being. No man can do-anything without help others. (এখানে লক্ষ করলে দেখা যায় can এর পরে be অথবা have নেই তাই do শব্দটি present form হয়েছে, আর extension হিসেবে anything without help others বসেছে।)
Rule: 14
(Agree, appear, arrange, ask, claim,
comment, decide, demand, deserve, accept, fail, forget, hesitate, intend, mean,
need, learn, want) এর ব্যবহার:
এই word গুলির পরে to+v1+ext হবে।
Jui is studying
medicine. She wants-to be a medicine specialist.
এখানে want শব্দটির
পরে নিয়মানুসারে to+ verb এর present form হয়েছে তাই to be a medicine specialist হয়েছে।)
Rule: 15
While (যখন) এর ব্যবহার:
1. এর পরে subject হলে Present continuous/ past continuous হবে।
2. এর পরে subject না হলে v1+ing+extension হবে।He came to my room while-I was sleeping. He did not wake me up (Barishal Board=2017)এখানে While এর পরে subject I থাকার কারণে past continuous ( Subject+ am/ is/ are+ v1+ing+extension) হয়েছে।
Other Post https://www.patwaryacademy.com/2023/08/narrationspeech.html
Rule: 16
So…that… এর ব্যবহার:
Subject +auxiliary
verb +so + adjective +that +subject +can not / could not+v1+extension
We were supposed
to start our journey the next day. But it was so hot that-we could not go out. (Jashore Board=2017)
এখানে প্রথম অংশ
past tense (subject+v2+extension) হওয়াতে দ্বিতীয় অংশে could not হয়েছে।
Rule: 17
Infinitive (To+v1) এর ব্যবহার:
To+v1+extension
The bee is one
of the busiest insects. It flies from flower to flower to-collect honey. (Rajshahi Board=2017)
(এখানে নিয়মানুসারে
to+v1+extension to collect honey.)
Rule: 18
Too….to…এর ব্যবহার:
Subject+auxiliary+too+adjective+to+v1+extension
The students
could not memorize the poem. It was too difficult-to memorize the poem.(Dhaka
Board=2017)
এখানে নিয়মানুসারে
memorize হয়েছে আর extension হিসেবে the poem হয়েছে।
Because of/owing to/ due to/on account
of/ for এর ব্যবহার:
1.
V1+ing+extension
2.
Subject থাকলে sentence
হবে।
3.
Possessive form হলে
v1+ing+extension
We were unable to go by rain because of-our
being late. (Barishal Board=2016)
এখানে because of এর পরে pronoun এর possessive form হওয়ার কারনে
gerund being হয়েছে।
Despite of / in spite (স্বত্বেও) এর ব্যবহার:
যেকোন একটি অংশ negative
sentence হবে।
He is an honest
worker. Despite his honest work-he is not awarded. (Chattogram Board=2016)
এখানে নিয়মানুসারে
দ্বিতীয়াংশ negative হয়েছে।
Rule: 21
Would that এর ব্যবহার:
এর পরে past indefinite
(sub+v2+extension) হবে।
My childhood was full of joys and
happiness. Would that-I were a child
(এখানে নিয়মানুসারে past indefinite হয়েছে,
এখানে আরেকটা কথা জানার আছে be এর past form were)