Narration :
1.Direct
2.Indirect
* Direct: এটা আবার ২ প্রকার:
*Reporting verb
*Reporting speech
যেমন: He said to me, “I will do the
work”
এখানে He হলো reporting verb এর subject ,আর
said হলো reporting verb, আর me হলো reporting verb এর object. “I will do the
work” এটা হলো reporting speech.
·
Direct থেকেindirect করার সময় reporting verb টি যদি present form হয় তাহলে reporting speech এর
tense পরিবর্তন হবে না ।
যেমন:
Direct: James says to Alex, “ I am going
to California”
Indirect:
James tells Alex that he is going to California.
(এখানে
direct form এ reporting speech টি Present continuous আছে যাহা indirect form এর মধ্যে অন্য tense এর মধ্যে পরিবর্তন না হয়ে present continuous
tense এর মধ্যে রয়েছে।)
·
Direct
খেকে indirect করার সময় reporting verb টি যদি past form হয় তাহলে reporting
speech এর tense পরিবর্তন হবে।
থাকলে
হবে।
Present
indefinite Past indefinite
Sub+v1+ext Sub+v2+ext
Present
continuous Past Continuous
Sub+ was/were/v1+ing+ext Sub+ am/is/are+v1+ing+ext
Present
perfect Past
Perfect
Sub+ have/has+v3+ext
sub+had+v3+ext
Present
perfect continuous Past
perfect Continuous
Sub+ have
been / has been+v1+ing+since/for +ext. sub+ had been+v1+ing+ext
Past
indefinite past perfect
Sub+v2+ext sub+had+v3+ext
Past
continuous
Past
Perfect Continuous
Sub+ was/were+v1+ing+ext sub+ had been+v1+ing+ext
Past
Perfect
Past Perfect
Sub+had+v3+ext sub+
had+v3+ext
Past
Perfect continuous past Perfect continuous
Sub+
had been+v1+ext Sub+
had been+v1+ing+ext
Now Then
This
That
These those
That
those
Such
so
Hence Thence
Come
go
Before after
Sir
respectfully/with
respectfully
Yes
replied in the positive/affirmative
Yes
( এর পরে আরেকটি sentence থাকলে) replied in the positive and said that
No
replied in the
negative
No
( এর পরে আরেকটি sentence থাকলে) replied
in the negative and said that
I
he/she
Me
him/her
My
his/ her
You
(Subject এবং plural হলে) they
You
(Subject এবং singular হলে) he/she
You
(object এবং plural হলে) them
You
(Object এবং singular হলে) him/her
He/she/it/they He/she/it/they
Can could
May might
Shall should
Will
would
Must had to
Need need
Dare
dare
Ought
to
ought to
Am/is was
Am
not/is not was not
Are
were
Are
not
were not
Have/has had
Have
not/has not
had not
Have
been/has been had been
Have
not been/has not been had not been
Do
not (Assertive sentence হলে) did not
Don
not (Imperative sentence হলে) not to
Was
(Main verb হলে) had
Was
(Auxiliary Verb হলে) had been
Was
not (Main verb হলে) had
not
Was
not ( Auxiliary Verb হলে) had not
been
Had had
Had
not
had not
Had
been had been
Had
not been had not been
Assertive Sentence:
কে direct থেকে indirect করার সময়
reporting verb -say/said এর পরিবর্তে tell /told হবে। এবং conjunction হিসেবে
that বসবে ।
The rich man said to Cobbler, “I will
give you some money”
এটাকে direct থেকে indirect করতে হলে The
rich man told Cobbler that he (rich man) would give him (cobbler) some money.
এটাকে
indirect করার সময় said এর পরিবর্তে told বসেছে, আর conjunction হিসেবে that বসেছে।
কে direct থেকে
indirect করার সময় reporting verb- say/said এর পরিবর্তে ask/asked বসবে। যদি
wh-word (who, which, where, when, what এবং how) interrogative sentence করা হয় তাহলে
conjunction হিসেবে wh-word টি বসবে। আর যদি Auxiliary verb (am, is, are, have,
has, has been, have been, was, were, had, had been, shall, will, shall be, will
be, shall have, will have, shall have been, will have been, can, could, may,
might, must, ought to, need, dare, used to) দিয়ে interrogative sentence করা হয় তাহলে
conjunction হিসেবে if বসবে।
যেমন, James said to William, “Where will
you watch the film?”
Indirect: James asked William where he
would watch the film.
এখানে
indirect করার সময় said এর পরিবর্তে asked হয়েছে আর conjunction হিসেবে wh word টি
বসেছে।
কিন্তু
যেমন auxiliary verb যুক্ত sentence টি
Jitu said to Ahona, “Are you drinking water” এটা indirect করার সময় Jitu
asked Ahona if I was drinking water যেখানে indirect করার সময় reporting verb say
এর পরিবর্তে asked হয়েছে আর auxiliary verb দিয়ে interrogative sentence হওয়ার কারণে
conjunction হিসেবে if বসেছে ।
Imperative
Sentence:
To দিয়ে শুরু imperative
sentence কে indirect করার সময় reporting verb say/said এর পরিবর্তে আদেশ বুঝালে order/ ordered হবে।
উপদেশ বুঝালে advise /advised হবে।
অনুরোধ বুঝালো request /requested হবে।
প্রস্তাব বুঝালে propose/proposed হবে।
সামরিক আদেশ বুঝালে command /commanded হবে।
আর conjunction হিসেবে main verb এর পূর্বে to বসবে।
Note:
মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা ও গুরুজনের ক্ষেত্রে উপদেশ হবে, আর সাধারণ নামের ক্ষেত্রে
অনুরোধ হবে, আর প্রশাসনিক কর্মকর্তার ক্ষেত্রে সামরিক আদেশ বুঝাবে। যেমন, Mother
said to his daughter, “Read attentively” এই sentence কে indirect করার সময়
Mother advised his daughter to attentively. যেমন অন্য আরেকটি উদাহরণে Colonel
said to soldiers, “Fire on”. Indirect করার সময় Colonel commanded soldiers to fire on এখানে reporting verb এর said এর পরিবর্তে যেহেতু Colonel তথা প্রশাসনিক কর্মকর্তা বুঝানো
হয়েছে তাই commanded হয়েছে আর conjunction
হিসেবে main verb এর পূর্বে to বসেছে ।
*** আর
Let দিয়ে শুরু imperative sentence কে indirect করার সময়
Reporting verb এর subject+ propose/proposed+object+that+subject+should+v1+extension
Optative Sentence:
কে direct থেকে indirect করার সময় reporting verb say/said এর পরিবর্তে প্রার্থনা বুঝালে pray/ prayed এবং চাওয়া-পাওয়া বুঝালে
wish/wished হবে। এবং conjunction হিসেবে
that বসবে।
Note:
ধর্মীয় কোন নাম বুঝালে প্রার্থনা বুঝাবে আর মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা ও গুরুজনের ক্ষেত্রে
চাওয়া-পাওয়া বুঝাবে। আর May দিয়ে sentence শুরু হলে sentence টি Optative sentence
হবে।
John said to William, “May you get the first prize”
এই sentence টিকে indirect করার সময় John
wished to William that he might get the first prize. এখানে indirect করার সময় যেহেতু reporting speech এর মধ্যে কোন ধর্মীয় নাম
উলে্লখ নেই তাই reporting verb say এর পরিবর্তে wished হয়েছে কোন conjunction হিসেবে
that বসেছে ।
Exclamatory
Sentence:
কে direct থেকে indirect করার
করার সময় reporting verb say/said এর পরিবর্তে আনন্দ hurrah ! বুঝালে exclaimed with joy that হবে, দু:খ
alas! বুঝালে exclaimed with sorrow that এবং বিষ্ময় বুঝালে wow ! বুঝালে
exclaimed with wonder that হবে। যেমন । Shakespeare said to Jon, “How nice the
story is!” এটাকে indirect করতে হলে হবে, Shakespeare
exclaimed with wonder that the story was very nice.
Note:
How অথবা What a / what an যুক্ত sentence কে indirect করার নিয়ম : দ্বিতীয় অংশ+প্রথম
অংশ তবে প্রথম অংশে How, what a/an থাকলে উঠে যাবে আর এইগুলোর পরিবর্তে very বসবে।
Passage narration:
1.Direct থেকে indirect করার সময় দুটি sentence
এর মাঝে again said/ alas said/ further said/later said/added that যে কোন একটি দুটি
sentence এর মাঝে বসাতে হবে। যেমন: Tonusree said the Tanjina, “ I am going to
California, I will buy something’’ এটাকে indirect করতে হলে Tonusree told to
Tanjina that she was going to California again said that she would buy
something.
এখানে দুটি sentence এর মাঝে again said
that বসছে। যেমন আরেকটি উদাহরণে বলা যায় যে Sadia said to Muhammad, “ Where are
you going to now, when will you come now” এটাকে indirect করতে হলে Sadia asked
Muhammad where he was going then and asked where he would go then. এটাকে
indirect করার সময় conjunction হিসেবে and বসছে।
Indirect করতে হলে Marry wised Jerry that
good night.