নিচের word গুলি sentence connector হিসেবে ব্যবহৃত হয়।
And, but,
yet, both…and…, both…and…but, Not only….but also, either….or, neither…nor,
when, while, than, then, on the other hand, in fact, it is true that, unless,
firstly….secondly….thirdly…finally, finally, for example. Such as, as, so, Therefore.
And ও but এর ব্যবহার:
1.
দুটি noun এর মাঝে and বসে।
2.
দুটি হ্যাঁ বাচক বাক্যের মাঝে and বসবে।
Kamal – Jamal
are two friends
এখানে Kamal ও Jamal হলো দুটি noun এবং দুটি noun এর
মাঝে conjunction হিসেবে and বসেছে ।
He went to Dhaka – He met with Mr Paul.
The common mass got united – started their
preparation for war.
The Pakistani forces started mass killing – killed
about 30 lakh innocent people.
এখানে He went to Dhaka, He met with Mr Paul দুটি হ্যাঁ
বাচক বাক্যের মাঝে conjunction হিসেবে and বসেছে।
Trees are a vital part of our environment. Actually they bear a great impact on
the climate.-we are not careful about them. Dhaka Board=2019)
they could suppress the Bengalese with a few days but the brave sons of our land proved
them wrong. (Sylhet ,board =23)
Completing Sentenceসম্পর্কে জানতে হলে। https://www.patwaryacademy.com/2023/06/completing-sentence-completing-sentence.html
Both…and… এর ব্যবহার:
দুটি noun এর পুর্বে
দুটি blank থাকলে প্রথম Blank এর মাঝে both এবং দ্বিতীয় blank এর মাঝে and বসবে।
অথবা দুটি হ্যাঁ
বাচক বাক্যের পুর্বে blank থাকলে প্রথম blank এর মধ্যে both এবং দ্বিতীয় blank এর মাঝে
and বসবে।
While এর ব্যবহার:
1.
Blank এর পরে V1+ing যুক্ত হলে blank এর মধ্যে while বসবে।
2.
Blank এর পরে present continuous/ past continuous হলে
blank এর মধ্যে while বসবে।
Example , We saw a snack - crossing the jangle
Actually/ in fact এর ব্যবহার:
কোন বাস্তব ঘটনা/
সম্ভাব্য বিষয় বুঝাতে blank এর মাঝে in fact / actually বসবে। যেমন, Trees are a
vital part of our environment. -, they bear a great impact on the climate.
Dhaka Board=2019)
এখানে বুঝানো হচ্ছে গাছ হচেছ আমাদের পরিবেশের জন্য গুরুত্বপুর্ণ
অংশ প্রকৃতপক্খে এটা পরিবেশের প্রভাব ফেলে তাই blank এর মধ্যে actually / in fact বসানো
যাবে।
Rather –বরং)এর
ব্যবহার:
কোন কাজ না করা উচিৎ তার পরেও কাজটি করা হচ্ছে বুঝাতে blank এর মধ্যে
rather বসবে। যেমন Trees are a vital part of our environment. -, they bear a
great impact on the climate, but we
are not careful about them-we destroy trees at random. Dhaka Board=2019
এখানে আমরা গাছ সম্পর্কে অমনোযোগী হওয়া উচিৎ নয় বরং আমরা
গাছগুলোকে কেটে ফেলতেছি, তাই Blank এর মধ্যে rather বসবে।
Right form of verb সম্পর্কে জানতে হলে https://www.patwaryacademy.com/2023/11/write-form-of-verb-rules-class-six-to.html
As a result /
ultimately ফলে) এর ব্যবহার:
Sentence এর মধ্যে যখন একটি কাজের ফলে আরেকটি কাজ সংঘটিত হয় বুঝাবে তখন blank এর মধ্য As a result/ultimately বসানো যাবে। যেমন, we destroy trees at random-one day our country will bear the consequence of greenhouse effect. যেমন, আমরা এলোমেলোভাবে গাছগুলি কেটে পেলতেছি ফলে আমরা গ্রীনহাউসে পতিত হচ্চি, তাই blank এর মধ্যে as a result / ultimately বসানো যাবে।
A cycle is a devastating storm in Bangladesh that
moves at a high speed ultimately it
causes immense harm to people and property.
Since পর্যন্ত)
এর ব্যবহার:
১ম অংশ ২য় অংশ
Present
indefinite past
indefinite
Sub+v1+ext sub+v2+ext
Past
indefinite past perfect
sub+v2+ext sub+had+v3+ext
That’s why এর
ব্যবহার:
পুর্ববর্তী
কাজের কোন ফলস্বরুপ পরবর্বতী কাজ সংঘটিত হয় বুঝালে blank এর মধ্যে That’s why বসবে।যেমন,
A lazy student fails to make the grade as he kills time-the teachers advise
their students not waste time.
Moreover অধিকন্তু) এর ব্যবহার:
পূর্ববর্তী কোন কাজের ফল
সম্পরর্কে সতর্ক করতে blank এর মধ্যে Moreover বসবে। যেমন, That’s why
the teachers advise their students not waste time-they warn the students
against their addiction to social networking sites and gaming.
এখানে blank এর পরে দ্বিতীয়াংশে social networking
sites and gaming সম্পর্কে সতর্ক করা হয়েছে তাই blank এর মধ্যে moreover বসবে।
Otherwise অন্যথায়)
এর ব্যবহার:
পুর্ববর্তী ও পরবর্তী কোন
কাজ না বোধক অর্থবোধক অর্থ প্রকাশ করলে blank এর মধ্যে otherwise বসবে। যেমন, Students
should follow the advice of their teachers-they will suffer in the long run.
Mymensingh Board=2023
এখানে blank এর পরে negative অর্থ প্রকাশ করতেছে তাই
blank এর মধ্যে otherwise বসবে।
**ব্যক্তি বুঝালে
who বসবে আর বস্তু বুঝালে which বসবে।
যেমন, Health-is the root of all happiness. Cumilla Board 23) এখানে Health শব্দটি বস্তু হিসেবে ধরা হয় তাই blank এর মধ্যে which বসবে।
People – are always under mental stress and suffer
from anxieties cannot enjoy a good health. Cumilla Board 23) এখানে people শব্দটি
দ্বারা ব্যক্তি বুঝানো হয়েছে তাই blank এর মধ্যে who বসবে।
So তাই ) এর ব্যবহার:
তাই অর্থ প্রকাশ করতে blank এর মধ্যে তাই বসবে।যেমন,
- to enjoy good health, it is also necessary to keep our mind sound.
However যাই হোক
কেন)
কোন কিছু ঘটতে পারে বুঝালে blank এর মধ্যে however বসবে।
However, we are now an independence nation.
Neither….nor…এর ব্যবহার:
1. দুটির মধ্যে কোনটি নয় এই রকম Negative অর্থ প্রকাশ করতে প্রথম blank এর মধ্যে
Neither আর দ্বিতীয় blank এর মধ্যে nor বসবে।
2. Sentence এর মধ্যে Neither শব্দটি উল্লেখ থাকলে আর blank এর মধ্যে nor বসবে।
যেমন, They – take physical exercise –
take proper food. এখানে বুঝানো হচ্ছে তারা physical exercise ও সঠিক খাবার গ্রহণ করে
না। তাই blank এর মধ্যে Neither ….nor বসবে।
Therefore এইজন্যই) এর ব্যবহার:
অর্থ প্রকাশ করতে blank এর মধ্যে Therefore বসবে। যেমন, - they cannot
afford to eat good food. খানে এই জন্য অর্থ প্রকাশ করতেছে তাই blank এর মধ্যে
therefore বসবে।
certainly নিশ্চিতভাবে)
এর ব্যবহার: নিশ্চিতভাবে বুঝাতে blank এর মধ্যে certainly বসবে। যেমন, Certainly the journey was not smooth at
all. Sylhet Board=2023)
When যখন) এর ব্যবহার:
১ম অংশ ২য় অংশ
Present indefinite Future indefinite
Past indefinite past indefinite
Or
Past perfect
যেমন, When
Bangabandhu delivered his speech, the common mass got united. এখানে ১ম অংশটি
past indefinite হয়েছে আর দ্বিতীয় অংশ ও past indefinite হয়েছে তাই blank এর মধ্যে
when বসবে।
That এর ব্যবহার:
১ম অংশ ২য় অংশ
Present indefinite past indefinite
Past indefinite past indefinite
Or
Past perfect
They thought that they could suppress the Bengalese with a few days. Sylhet Board 23)
এখানে ১ম অংশটি past indefinite হয়েছে আর দ্বিতীয় অংশ
ও past indefinite হয়েছে তাই blank এর মধ্যে that বসবে।
Though/although
যদিও) এর ব্যবহার:
Blank এর পুর্বে
ও পরে যেকোন একটি negative হওয়া স্বত্বেও যে কোন positive কাজ সুম্পুর্ণ হয় বুঝাতে
blank এর মধ্যে though/although বসবে। যেমন, Although the freedom fighters
didn’t have modern weapons in their hand, they were the real patriots and
courageous.
**At
last/finally/Mainly/actually/generally সর্বশেষ)
সর্বশেষ অর্থ প্রকাশে blank এর মধ্যে at last/ finally বসবে। finally the long waited date came. Sylhet Board 23)
এখানে বলা হচেছে যে সর্বশেষ স্বাধীনতার সময়টি এসে গেল।
Now এখন ) এর ব্যবহার:
এখন অর্থ বুঝাতে blank এর মধ্যে now বসবে। যেমন, - we are the citizens of a
free land. এখানে বলা হচেছে এখন আমরা একটি
স্বাধীন নাগরিক ও মুক্ত ভুমির অধিকারী
In addition ফলে)
এর ব্যবহার:
ফলে অর্থে প্রকাশ করতে blank এর মধ্যে in addition বসবে।
যেমন, Moreover
late rising from bed tells upon our health-we can never enjoy the freshness of
nature.
এখানে বলা হচ্ছে যে, বিছানা থেকে দেরিতে উঠার ফলে আমরা
প্রকৃতির স্বচ্ছতা উপলদ্বি করতে পারছিনা । তাই এখানে blank এর মধ্যে in addition বসবে।
Hence/ for
this reason (এই কারণে)
blank এর পুর্বে কোন কাজের কারণে blank এর পরে কোন negative কাজ সুম্পুর্ণ হলে blank এর মধ্যে hence/ for this reason বসবে। যেমন, they cannot enjoy good health-awareness about health rules. Camilla Board 23) যেমন, ভাল স্বাস্থ উপভোগ করতে পারে না তথাপি স্বাস্থ সম্পর্কে সচেতন হতে হয়।
**Just/only/for
এই মাত্র/এক মাত্র)
যেমন, we read a book – once, we can discover many things. এখানে বলা হচ্ছে যে আমরা যদি একমাত্র বইটি পড়ি তাহলে অনেক কিছু আবিস্কার করতে পারবো।
As যেমন) এর ব্যবহার:
কোন কিছুর উদাহণ দিতে blank এর মধ্যে as বসবে।
Happiness is a relative term – it depends upon some factors. Dhaka Board 23) এখানে
বলা হচ্ছে যে Happiness হচ্ছে একটি relative term যেমন এটি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর
করে , তাই blank এর মধ্যে as বসবে।
On the other hand অন্যথায়)
Blank এর পুর্বে ও পরে
যেকোন একটি negative হলে blank এর মধ্যে on the other hand বসবে। যেমন, A beggar may be contented with only ten taka-
a wealthy person may be dissatisfied even after getting one million taka Dhaka
Board 23). এখানে বলা হচ্ছে একজন গরিব ১০ টাকায় সন্তুষ্টি আসে অন্য দিকে ধনীলোক এক
মিলিয়ন টাকায় সন্তুষ্টি হয় তাই blank এর মধ্যে on the other hand বসবে।
**Because of/
owing to/due to/ on account of / for এর ব্যবহার:
Blank এর পুর্বে
ও পরে যদি যেকোন একটি কারণ বাচক এবং অন্যটি ফলাফল বাচক হয় তাহলে blank এর মধ্যে because/because
of/ owing to/ due to/ on account of/ for বসবে।
We should
always keep in mind that all kinds of physical exercise are not suitable all. –
Different people have different capacities. Barishal Board 19) এখানে blank এর পুর্বে
কারণ বুঝানো হয়েছে এবং blank এর পরে ফলাফল বাচক বুঝানো হয়েছে তাই blank এর মধ্যে
because বসবে।
Not only
….but also….
এর ব্যবহার:
দুটি বিষয়ের মধ্যে এটি নয় ওটি বুঝাতে blank এর মধ্যে not only এবং অন্য blank এর মধ্যে
but also বসবে।
যেমন, It teaches us- how to earn but also how to
spend. Sylhet Board 2019)
এখানে শিক্ষা আমাদের শুধু উপার্জন করতে শিখায় না বরং ব্যয়
করতে ও শিখায়।
How কেমন/ কিভাবে)
এর ব্যবহার:
কিভাবে অর্থ প্রকাশ ও blank এর পরে সাধারণত অর্থ প্রকাশ করতে blank এর মধ্যে how বসানে যায়। যেমন, It teaches – to live in amity with others in society. Sylhet Board 2019 )এখানে বলা হচ্ছে যে শিক্ষা আমাদেরকে শিকায় কিভাবে সমাজে বসবাস করতে শিখায় এবং এখানে blank এর পরে to রয়েছে তাই blank এর মধ্যে how বসবে।
In this contest/ on the contrary বিপরীত পক্ষে)
Blank এর পুর্বে ও পরে কোন একটি negative অর্থ প্রকাশ
করলে blank এর মধ্যে but/on the contrary/ in this contest বসবে। যেমন,
Now a days/
at present/ Now আজ কাল) এর ব্যবহার:
বর্তমান সময়ে অর্থ প্রকাশ করতে blank এর মধ্যে now/now a days/ at present বসবে। যেমন, Unemployment is a curse. – All the countries of the world suffer from the curse.বেকারত্ব একটা অভিশাপ বর্তমানে সকল দেশ এই অভিশাপ ভোগ করতেছে। তাই blank এর মধ্যে Now a days/ at present/ Now বসানো যাবে।