Punctuation and Capitalization সম্পর্কে বিস্তারিত আলোচনা ।
Punctuation and Capitalization সম্পর্কে বিস্তারিত আলোচনা
Punctuation and Capitalization সম্পর্কে বিস্তারিত আলোচনা
Comma এর
ব্যবহার:
১. Sentence এর মধ্যে একাধিক proper
noun (ব্যক্তি ও স্থানের নাম ) উল্লেখ থাকলে
শেষের দুটির মাঝে and এবং বাকীগুলোর শেষে comma বসবে। যেমন, William, Alex, John
and Charry are colleagues.
এখানে
William, Alex, John, Charry হলো proper
noun (ব্যক্তির নাম) তা ই John ও Charry
এর মাঝে and বসেছে এবং William, Alex, এর মাঝে comma বসছে।
২. Sentence এর মধ্যে and দিয়ে যুক্ত একাধিক group verbs/ pair words যুক্ত হলে শেষেরটি ব্যতীত বাকীগুলোর শেষে comma বসবে।যেমন, high and low, rich and poor, black and white are the creation of Allah.
এখানে black and white ব্যতীত বাকীগুলো and
low, rich and poor এইগুলীর পরে comma বসবে।
৩. Reporting verb এর object পরে comma বসবে। যেমন,
Ifa said to Nifa, “I have done the work”
এখানে said হলো
reporting verb এবং তার object হলো Nifa এবং তার পরে comma বসছে।
৪. Case of
apposition ( কাউকে সম্বোধন করা বুঝায়) sentence এর প্রথমে হলে তার পরে আর sentence
এর মাঝে হলে তার উভয় পাশে comma বসবে । যেমন, Anjelina, you are my friend.
Rohit, our captain, tries his best.
এখানে প্রথম উদাহণে Anjelina হলো Case of apposition তাই এটার পরে comma বসছে আর দ্বিতীয় উদাহরণে our captain হলো case of apposition এবং এটি sentence এর মাঝে বসছে তাই এটির উভয় পাশে comma বসছে।
অন্য পোস্ট https://www.patwaryacademy.com/2023/08/narrationspeech.html
৫. Complex ( সাধারণত
দুটি subjects দিয়ে sentence গঠন হবে) এর মাঝে
Comma বসবে।যেমন, If you do the work, you
will get money.
এখানে If you do the work, you will get money এই দুটি হলো complex sentence তাই দুটি sentence এর মাঝে
comma বসেছে।
৬. Date,
address ও name এই গুলীকে আলাদা করে বুঝাতে comma ব্যবহৃত হয়। যেমন, 15 July, 2024
এখানে 2024 থেকে 15 July কে আলাদা করা হয়েছে।
৭. তিনের অংক বিশিষ্ঠ
সংখ্যা লিখতে comma দিতে হয় ।যেমন, 10,00,000
এখানে 000000 এই
গুলীর পরে comma বসাতে হবে।
Inverted Comma (“”) এর ব্যবহার:
১. Noun কে নিদ্দেশ করা বুঝাতে তার উভয় পাশে inverted comma ব্যবহার করতে হয়।যেমন, “Gitaanjoli’’
which is written by Rabindranath Tagore.
এখানে Gitaanjoli কে নিদ্দেশ করা হয়েছে তাই
Gitaanjoli এর উভয় পাশে inverted comma ব্যবহার করা হয়েছে।
২.Narration এর ক্ষেত্রে Reporting speech এর উভয় পাশে
inverted comma ব্যবহার করতে হবে।যেমন, The teacher said to the students, “Why are you talking in the
class.”
এখানে Why are you talking in the class? . এই লাইনটি হলো
Reporting speech তাই এটার উভয় পাশে inverted comma ব্যবহার করতে হবে।
Full Stop (.) এর ব্যবহার:
১. প্রত্যেক sentence এর শেষে full stop দিতে হবে।যেমন, we are in peaceful moment.
এখানে
sentence শেষ হয়েছে তাই এটার শেষে Full stop দিতে হবে।
২. শব্দ সংক্ষেপের শেষে Full stop দিতে হবে। যেমন, Mr. Alex is an M.A.
এখানে M.A. শব্দ সংক্ষেপ তাই তার পর Full stop দিতে হবে।
Symbol of Exclamation (!) এর ব্যবহার:
১. নিচের words গুলির শেষে Hurrah! Alas! Wow! Opps ! Fie! Fie! Symbol of exclamation ব্যবহার করতে হবে।যেমন, Hurrah! I get G.P.A. 5 in the exam.
এখানে
Hurrah! শব্দটির পরে Symbol of exclamation ব্যবহার করতে হবে।
২. Sentence টি What a/ what an অথবা How দিয়ে শুরু হলে
sentence এর শেষে symbol of exclamation ব্যবহার করতে হবে। যেমন, Hurrah! I get
G.P.A five in the exam.
What a pen it is!
এখানে প্রথম উদাহরণে Hurrah এর পর Symbol of exclamation (!) বসেছে। আর দ্বিতীয় উদাহরণে Sentences টি What দিয়ে শুরু হওয়াতে sentence এর
শেষে Symbol of exclamation (!) বসেছে।
Symbol of interrogation (?) এর ব্যবহার:
WH- word ( Who, what, where, when, how) অথবা |Auxiliary verb (am, is, are, have, has, have been, has been, do, did, does, had, had been, shall, will, can, could, may, might, will, would, must ) দিয়ে interrogative sentence গঠন করা হলে sentence এর শেষে Symbol of interrogation বসাতে হবে।যেমন, What is your name ?, Are you going with me?
এখানে প্রথম Sentence টি WH word দিয়ে interrogative sentence গঠন করা হয়েছে
তাই sentence এর শেষে Symbol of interrogation বসেছে। অনুরুপ ভাবে দ্বিতীয়
sentence টিতে auxiliary verb দিয়ে interrogative sentence গঠন করার কারনে sentence
এর শেষে Symbol of interrogation বসেছে ।
Colon (:) এর ব্যবহার:
১. As follows, following এবং thus শব্দগুলির পরে
colon বসবে। যেমন, His virtues are as follows: Sincerity, punctuality and
truthfulness.
এখানে follow শব্দটি
উল্লেখ থাকার কারনে তার শেষে colon বসেছে।
২.দুটি sentence এর মধ্যে যদি দ্বিতীয়টি প্রথমটির ব্যাক্ষা হয় তাহলে দুটির মাঝে
colon বসাতে হবে।যেমন, I know him very much: we lived together very much. এখানে দ্বিতীয় sentence টি যেহেতু প্রথম sentence
এর ব্যাক্ষা হিসেবে ব্যবহার হয়েছে তাই দুটি sentence এর মাঝে colon বসেছে।
৩. গণনা করার সময় এক এক করে বলার সময় প্রতেকটির
শেষে colon বসাতে হয়। যেমন, For examples the adjectives are: good: wise: honest
etc.
এখানে যেহেতেু
adjective এর প্রকার সমুহকে পৃথক করে বলা হচ্ছে তাই প্রত্যেকটির শেষে colon বসানো হয়েছে।
Hyphen (-): এর ব্যবহার:
১.কোন সমাসবদ্ধ অংশগুলোর মাঝে Hyphen বসাতে হবে। যেমন, He went to his mother-in-law to meet with his wife.
এখানে mother-in-law হলো সমাসবদ্ধ শব্দ তাই এটির মাঝে hyphen ব্যবহৃত হয়েছে।
২. ২১-৯৯ পর্যন্ত সংযুক্ত সংখ্যাগুলিকে পৃথক করতে এদের মাঝে Hyphen ব্যবহৃত হয়। যেমন, twenty-one, twenty-two,
৩. কোন শব্দ যদি একই লাইনে শেষ না হয় তাহলে দুটির মাঝে Hyphen ব্যবহৃত হয়।যেমন, I am going to mark-et .
এখানে mark-et শব্দটি একই লাইনে সম্পুর্ণ হয় নাই তাই শব্দটির মাঝে Hyphen ব্যবহৃত
হয়েছে।
৪.ব্রিটিশ ইংলিশে একই vowel দিয়ে শেষ হওয়া কোন prefix
কে একই vowel দ্বারা শুরু হওয়া কোন word এর
সাথে আলাদা করতে hyphen ব্যবহৃত হয়। যেমন, co-operate, co-curriculum এই শব্দগুলো মাঝে
hyphen ব্যবহৃত হয়েছে।
Dash (-) এর ব্যবহার:
১. চিন্তায় বা ভাবে আক্মিক পরিবর্তন বুঝাতে sentence এর মাঝে dash ব্যবহৃত হয়। If I had not lost all my wealth- but why think of the past. এখানে ভাবের প্রগড়তা বুঝাহে sentence এর মাঝে dash ব্যবহৃত হয়েছে।