Transformation of sentences/ Changing Sentence// Changing Sentence সম্পর্কে বিস্তারিত আলোচনা

Transformation of Sentences



                             ** Affirmative  থেকে Negative করার নিয়ম।


1.                  Sentence এর মধ্যে

Have to/ has to থাকলে এই দুটির পরিবর্তে can not but বসবে।


Had to থাকলে এই  এটির পরিবর্তে could not but বসবে ।

যেমন,

Affirmative = We have to draw the picture.

  Negative = We cannot but draw the picture.

এখানে negative করার সময় have to এর পরিবর্তে cannot but বসছে। আর বাকী অংশগুলো  অনুরুপ ভাবে  বসেছে। 


2.                  Too…to যুক্ত ‍Sentence কে Affirmative থেকে Negative করার নিয়ম।

Sub+ auxiliary Verb+ so+ adjective /adverb+ that+ sub+ can not/could not+v1+ext.

যেমন,

Affirmative = John is too weak to walk on the street.

Negative = John is so weak that he cannot walk on the street.


এখানে John হলো sub, is হলো auxiliary verb, নিয়মানুসারে so বসছে, weak হলো adjective ও নিয়মানুসারে that বসছে, আর John যেহেতু ছেলের নাম তাই subject হিসেবে he বসছে, আর যেহেতু প্রথম অংশ present tense তাই can not বসছে, আর can not/ could not এর পরে সবসময়ে verb টি present tense হয় তাই walk হয়েছে আর on the street হলো extension. আর বাকী অংশগুলো  অনুরুপ ভাবে  বসেছে। 

 

3.                  Every + Noun যুক্ত   ‍sentence কে negative করার নিয়ম।

( There is no+ sub+ but+ verb + ext. )

যেমন, Affirmative = Every father earns money for his family.

  Negative = There is no father but earns money for his family. 

এখানে Every থাকার কারণে There is no বসছে, ‍subject হিসেবে Father বসছে, নিয়মানুসারে but এবং earn হলো verb , আর  for his family এটি হলো extension.



4.Auxiliary verb এর পরে not এবং head word এর বিপরীত শব্দ বসিয়ে negative করা যায়।

যেমন,

Affirmative = Kamal is an honest man in our department.

Negative = Kamal is not a dishonest man in our department. 

এখানে auxiliary verb is এর পরে not এবং honest এর বিপরীত dishonest বসিয়ে negative করা হয়েছে।



5.Both…and …যুক্ত  Affirmative থেকে negative করার নিয়ম।

Not only+ Sub+ but also+ Sub+ ext.


যেমন, Affirmative = Both Mary and Charry are colleagues.

         Negative =  Not only Mary but also Charry are colleagues.

এখানে Both এর পরিবর্তে not only এর পরে ‍sub হিসেবে Mary, ও and এর পরিবর্তে but  also বসেছে, আর sub হিসেবে Charry এবং বাকি  অংশ extension হিসেবে বসছে।



 

**Affirmative to Interrogative**


Affirmative থেকে Interrogative করার নিয়ম।

*sentence এর প্রথমে auxiliary verb বসাতে হবে।

* ‍Sentence টি হ্যাঁ বাচক হলে না বাচক করতে হবে।আর না বাচক হলে হ্যাঁ বাচক করতে হবে।

* ‍Sentence এর শেষে (?) বসাতে হবে।

যেমন, Affirmative = we are going to Dhaka.

Interrogative = Are not we going to Dhaka?

এখানে Interrogative করার সময়ে Are, auxiliary verb প্রথমে বসছে এবং Sentence টি হ্যাঁ বাচক তাই না বাচক করা হয়েছে  আর sentence এর শেষে ? ব্যবহার করা হয়েছে।


2. Every body/ Everyone যুক্ত Sentence কে interrogative  করার নিয়ম।

( Who+ auxiliary Verb+ not + verb+ extension+?)

যেমন,A= Every body wants to go there.

      I= Who does not want to go there?

এখানে sentence টি Every body দিয়ে শুরু হওয়ার কারনে Interrogative এর করার সময়ে Who দিয়ে শুরু হয়েছে এবং auxiliary verb এবং sentence এর শেষে  ? ব্যবহার করা হয়েছে।


4.                  Nobody/ No one যুক্ত ‍sentence কে interrogative sentence এ রুপান্তর করার নিয়ম।
( Who+ auxiliary verb/ main verb+ extension+?)

যেমন,

 Affirmative =Nobody will go there.

  Interrogative  = Who will go there?

এখানে sentence টি nobody দিয়ে শুরু হওয়াতে interrogative করার সময়ে নিয়মানুসারে Who, এর পরে ‍auxiliary verb will বসছে এবং extension এর পরে ? বসছে।


              **Affirmative to Exclamatory:

Affirmative থেকে exclamatory sentence এ পরিবর্তন করার নিয়ম।

# প্রথমে ‍sentence টিকে দুই ভাগে ভাগ করতে হবে।

# এবং ‍দ্বিতীয় অংশে very, great, wonderfully, extremely, seriously থাকলে উঠাই  দিতে হবে ।

# দ্বিতীয় অংশের শুরু শব্দটি adjective হলে exclamatory টিতে রুপান্তর করার সময় How দিয়ে শুরু করতে হবে। আর যদি দ্বিতীয় অংশের শুরু শব্দটি noun হলে exclamatory টিতে রুপান্তর করার সময় What a/an* শুরু শব্দটি ‍যদি consonant হয় তাহলে a হবে আর vowel হলে an বসবে*  দিয়ে শুরু করতে হবে।

# রুপান্তর করার নিয়ম: How অথবা What a/an + দ্বিতীয় অংশ+ প্রথম অংশ+!

যেমন,

Assertive= He is very handsome boy.

Exclamatory= How handsome he is!

এখানে He is হলো প্রথম অংশ আর very handsome boy এটা হলো দ্বিতীয় অংশ নিয়মানুসারে  দ্বিতীয়াংশে very থাকার কারণে এটা উঠে গেল তাই দ্বিতীয়াংশে বাকী রইল handsome boy এবং দ্বিতীয়াংশে শুরু শব্দটি  adjective তাই exclamatory sentence এ রুপান্তর করার নিয়মানুসারে  how+ handsome boy+ He is+! তাই sentence টি দাড়ালো How handsome boy he is!


                                           **Degree**

Definition: যে শব্দ দ্বারা noun এর স্তর বা তম বুঝায় তাকে degree বলে।যেমন,

Rahman is as tall as Ramim

Classification:

              1.Positive

              2. Comparative

             3. Superlative

Positive: যে word দ্বারা সাধারণ দোষ ও ‍গুণ বুঝায় তাকে Positive degree বলে। 

যেমন, Anjoli is as beautiful as Srabonti.

Comparative: যে word দ্বারা দুটি noun এর মাঝে তুলনা বুঝাবে তাকে Comparative  degree বলে।

যেমন,  Anjoli is more beautiful than any other girls in the class. 

Superlative : যে word দ্বারা দুয়ের অধিক ব্যক্তি/ বস্তুর মাঝে তুলণা বুঝায় তাকে superlative degree বলে। 

যেমন,  Anjoli is the most  beautiful  girls in the class.


 

No other যুক্ত positive থেকে Comparative এবং superlative করার নিয়ম।

No other boy in the class is as good as he.

Comparative= 2nd noun/pronoun+ auxiliary verb+ comparative  form+ than any other+ rest of no other.

Superlative= 2nd noun/pronoun+ auxiliary verb+ the + superlative form+ rest of no other.

Comparative= He is better than any other boy in the class.

Superlative= He is the best boy in the class.

খানে comparative করার সময় 2nd noun হিসেবে he বসেছে আর ‍auxiliary verb হিসেবে is এবং comparative form হিসেবে better বসছে এবং than any other বসছে আর rest of no other হিসেবে boy in the class বসেছে।                                              

এখানে superlative এর example হিসেবে 2nd noun হিসেবে he বসছে আর auxiliary verb হিসেবে is বসেছে আর superlative form হিসেবে best বসেছে আর rest of no other হিসেবে boy in the class বসেছে।

 

Very few যুক্ত positive থেকে comparative এবং ‍superlative করার নিয়ম|


Positive= Very few universities in Bangladesh are as famous as Dhaka University.

Comparative= 2nd noun/pronoun+ auxiliary verb+ comparative form+ than most other + rest of very few

Superlative= 2nd noun/pronoun+ auxiliary verb+ one of the + superlative form+ rest of very few.

Comparative= Dhaka University is more famous than most other universities in Bangladesh.

Superlative= Dhaka University is one of the most famous universities in Bangladesh.

এখানে Comparative form এর মধ্যে 2nd noun হিসেবে Dhaka University বসছে, আর auxiliary verb হিসেবে is এবং নিয়মানুসারে comparative form হিসেবে more famous শব্দটি বসেছে আর নিয়মানুসারে than most of other বসছে আর rest of very few হিসেবে universities in Bangladesh.

Superlative= 2nd noun হিসেবে Dhaka University বসছে এবং  auxiliary verb হিসেবে is ও নিয়মানুসারে one of the বসছে  superlative  form হিসেবে most famous শব্দটি বসছে আর rest of very few হিসেবে universities in Bangladesh.  

# As …as যুক্ত positive থেকে comparative করার নিয়ম।

P= Marry is as tall as Jamey.

Comparative= 2nd  noun/pronoun+ auxiliary verb+ (+-+)+ than+ 1st n/p

C= Janey is not taller than Mary

এখানে Janey হলো 2nd noun আর  is auxiliary verb এবং sentence টি যেহেতু positive তাই negative হিসেবে not বসছে আর comparative form হিসেবে taller বসছে এবং 1st noun হিসেবে Marry বসছে।

                                                                     Voice 


Classification:

1.                  Active

2.                   Passive

              Basic:

Subjective

Objective

Possessive

I

Me

My

We

Us

Our

You

You

Your

He

Him

His

She

Her

Her

They

Them

Their

It

It

its

 

** Present Indefinite= am ,is, are

Present Continuous= am being, is being, are being

Present Perfect= have been, has been,

Past Indefinite= was, were

Past Continuous= was being, were being

Past Perfect= had been

Future indefinite=shall be, will be

Future Continuous= shall be being, will be being

Future Perfect= shall have been, will have been.


** সাধারণত assertive sentence কে active থেকে passive করার নিয়ম।


·                     Active voice এর objective টি passive voice এর মধ্যে subject হবে।

·                     Tense অনুযায়ী auxiliary verb বসবে।

·                     Main verb টি past participle  হবে।

·                     Preposition হিসেবে by বসবে।

·                       Active voice এর subjective  টি passive voice এর মধ্যে object  হবে।

যেমন, Active= I do the work.

Passive= The work is done by me.

এখানে  The work শব্দটি object এবং sentence টি যেহেতু present indefinite tense=sub+v1+ext তাই auxiliary verb হিসেবে is বসছে, preposition হিসেবে by বসছে এবং I এর  objective form হিসেবে me বসছে।             

        

Double Object যুক্ত active কে passive voice এ রুপান্তর করার  নিয়ম।

(1stObject+auxiliary verb+v3+2nd object+ by+ Objective form)

Active= He sends me an e-mail.

Passive=I am sent an e-mail by him.

এখানে me এর ‍subjective form I বসানো হলো এবং auxiliary verb এবং যেহেতু present indefinite তাই am বসছে আর 2nd object টি বসে গেছে। preposition হিসেবে by বসছে আর he এর objective form him বসছে।


Queasy-Passive এর ব্যবহার:

( ‍subject+ auxiliary verb+ when it is/When she is/When he is+v3)

পুরুষ বাচক হলে When he is হবে আর স্ত্রীবাচক হলে When she is এবং বস্তুবাচক হলে when it is হবে।

Active= Honey tastes sweet.

Passive=Honey is sweet when it is tasted.

এখানে ‍subject হিসেবে Honey শব্দটি বসেছে আর auxiliary verb  হিসেবে যেহেতু sentence টি present indefinite তাই is বসছে  এবং ‍adjective হিসেবে sweet শব্দটি এবং যেহেতু Honey বস্তু তাই when it is বসছে আর main verb টি past participle হয়েছে।


            Imperative Sentence:

Main verb যুক্ত Imperative Sentence কে Active থেতে Passive করার নিয়ম:

(Let+object+be+v3)

Active= Do the work.

Passive= Let the work be done

এখানে, নিয়মানুযায়ী let এবং the work হলো object আর নিয়মানুযায়ী be এবং do এর v3 হলো done বসেছে।


Let যক্ত imperative sentence কে active থেকে passive করার নিয়ম:

(Let+2nd object+ be+v3+by+1st object)

Active= Let me do the work.

Passive= Let the work be done by me.

 এখানে, নিয়মানুযায়ী let এবং the work হলো object আর নিয়মানুযায়ী be এবং do এর v3 হলো done এবং Preposition by বসছে আর 1st object হিসেবে me বসছে।


   Interrogative sentence:

       ** Who যুক্ত Active voice কে passive voice করার নিয়ম।

By whom+a,v+o+v3+?

A= Who has done the work?

P= By whom has the work been done?

এখানে নিয়মানুসারে By whom এবং ‍auxiliary verb হিসেবে has been বসছে আর object হিসেবে the work বসেছে  এবং নিয়মানুসারে sentence এর শেষে question mark বসছে।


Who - ব্যতীত অন্য wh-word যুক্ত active থেকে  passive করার নিয়ম।

 

Who - ব্যতীত অন্য wh-word+ প্রদত্ত শব্দ+auxiliary verb +subeject টি object হবে+v3+preposition by +sub টি  object 

যেমন,
Active= Which pen do you like?
Passive= Which pen is liked by you?

 


Previous Post Next Post